শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সিরিজ জয়ের লক্ষ্যে নামবে ভারত, অস্ট্রেলিয়া চায় ঘুরে দাঁড়াতে

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৯:৫০

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে  প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতে তিন ম্যাচ সিইরজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত। আসজ দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে হার্দিক পান্ডিয়ার দলের। অন্যদিকে, সিরিজ বাঁচাতে হলে আজ দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার। প্রথম ম্যাচে হারের ধাক্কা ভুলে আজ ঘুরে দাঁড়াতে চায় অস্ট্রেলিয়া।

আজ বিশাখাপাটনামে বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। মুম্বাইয়ে প্রথম ওয়ানডেতে বোলারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ১৮৮ রানে গুটিয়ে দেয় ভারত। ভারতের দুই পেসার মোহাম্মদ সামি-মোহাম্মদ সিরাজ ৩টি করে এবং রবীন্দ্র জাদেজা ২টি উইকেট নেন।

জবাবে ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলো ভারতও। তবে ষষ্ঠ উইকেটে ১২৩ বলে অবিচ্ছিন্ন ১০৮ রান তুলে ৬১ বল বাকি রেখে ৫ উইকেটে ভারতের জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল ও জাদেজা। ৭ চার ও ১ ছক্কায় ৯১ বলে অপরাজিত ৭৫ রান করেন রাহুল। ৬৯ বলে ৫ বাউন্ডারিতে অনবদ্য ৪৫ রান করেন জাদেজা।

ম্যাচ শেষে ভারতের অধিনায়ক হার্ডিক পান্ডিয়া বলেন, ‘রাহুল-জাদেজা দারুণভাবে  ম্যাচ শেষ করেছে। এমন পারফরম্যান্সের ধারাটা অব্যাহত রাখতে চাই আমরা। দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চাই।’

অন্যদিকে, হারলেও সতীর্থদের লড়াইয়ে প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচেই জয় চান স্মিথ, ‘প্রথম ম্যাচে হারলেও দল ভালো খেলেছে। দ্বিতীয় ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে চাই।’

এখন পর্যন্ত ওয়ানডেতে ১৪৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের জয় ৫৪টিতে আর অস্ট্রেলিয়া জিতেছে ৮০টি ম্যাচে। বাকি ১০টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন