মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

হলিউডে বৈষম্যের শিকার প্রিয়াঙ্কা!

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৩:৪৪

দেশ ও ভাষার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। একের পর এক সিরিজে নানা চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন এ অভিনেত্রী।

জানা গেছে, মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে অভিনেত্রী হিসেবে জুটি বাঁধতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। কল্পবিজ্ঞান ও স্পাই থ্রিলারের মিশেলে তৈরি বহুভাষী সিরিজ ‘সিটাডেল’এ মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে।

তবে হলিউডে জায়গা করতে কম কাঠখড় পোহাতে হয়নি তাকে। হতে হয়েছে বৈষম্যের সম্মুখীনও। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া এমনটিই দাবি করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

আনন্দবাজার এর এক প্রতিবেদন অনুসারে  প্রিয়াঙ্কা জানান, ভারতীয় অভিনেত্রী বলে তিনি নাকি একটি বিশেষ অঞ্চলের দর্শকের কাছেই গ্রহণযোগ্য। হলিউডে এসে প্রথম দিকে নাকি এই ভাবনার শিকার হতে হয়েছে তাকে।

প্রিয়াঙ্কা আরও জানান, অনেক পরিশ্রম করে, একাধিক অডিশন দিয়ে প্রযোজক ও পরিচালকদের ভরসা অর্জন করেছেন তিনি।

ইত্তেফাক/পিএস/এসজেড