শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্ত্রীর বিচ্ছেদের ঘোষণায় খাওয়া বন্ধ করেছেন আলভেজ

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৮:০০

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারের পর বর্তমানে কারাগারে আছেন ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজ। গ্রেপ্তার হওয়ার পর পরই আলভেজের সঙ্গে চুক্তি বাতিল করেছিলো মেক্সিকান ক্লাব পুমাস। কারাগারে থাকা অবস্থায় আরও বড় দুঃসংবাদ পেলেন আলভেজ। আলভেজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তার স্ত্রী জোয়ানা স্যাঞ্জ।

দানি আলভেজ ও তার স্ত্রী জোয়ানা স্যাঞ্জ।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আলভেজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে জোয়ানা স্যাঞ্জ লিখেন, ‘এই মাসগুলো খুবই ভয়ংকর ছিল। সবচেয়ে কঠিন বলব না। আমি অনেক ঝড় দেখেছি, কিন্তু এটা খুবই হতাশার ও যন্ত্রণার ছিল। বিসর্জন এবং একাকিত্বের যন্ত্রণার অনুভূতি আবার আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে। হাজারো ‘কেন’ বাতাসে ভাসছে, যার কোনো উত্তরও নেই।’ 

তিনি আরও লিখেন, ‘আমি এমন একজন জীবনসঙ্গী বেছে নিয়েছিলাম, যে কি না আমার দৃষ্টিতে নিখুঁত ছিল। যখন আমার প্রয়োজন হয়েছে, সে আমার পাশে ছিল। সব কিছুতে সে আমাকে সমর্থন করেছে। এগিয়ে যাওয়ার জন্য সে আমাকে ধাক্কা দিয়েছে এবং আমার প্রতি সে সব সময় মনোযোগী ছিল। এটা মেনে নেওয়া আমার জন্য কঠিন ছিল যে সে মানুষটিই আমাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।’ 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Joana Sanz (@joanasanz)

আলবেজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে জোয়ানা স্যাঞ্জ আরও লিখেন, ‘ক্ষমায় উপশম লাভ করা যায়। তাই আমি জাদুটা ধরে রাখব। আর জীবনের সেই অধ্যায়কে বন্ধ করে দেব, যা ১৮–৫–১৫ সালে শুরু হয়েছিল। জীবন আমাকে যে সুযোগ ও শিক্ষা দিয়েছে, সে জন্য ধন্যবাদ, সেটা যতই কঠিনই হোক না কেন। এখানে একজন শক্ত নারী তার জীবনের পরের ধাপে প্রবেশ করবে।’

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এক প্রতিবেদনে জানিয়েছে, স্ত্রীর এমন সিদ্ধান্তে  জেলে থাকা অবস্থায় বেশ ভেঙ্গে পড়েছেন আলভেজ। সেই সঙ্গে নাকি নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি। বিচ্ছেদের খবরে প্রচণ্ড স্নায়ুচাপে ভুগছেন আলভেজ।  

 

 

ইত্তেফাক/জেডএইচ