সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সন্তানের সমাবর্তন শেষে বাড়ি ফেরা হলো না আইনজীবীর

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৩:২৩

ঢাকায় ছেলের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে পিরোজপুর নিজ বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ হারালেন এক আইনজীবী। জেলার মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী এলাকায় যাত্রবাহী বাস উল্টে তিনি নিহত হন।

রোববার (১৯ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে মঠবাড়িয়া ও চরখালী আঞ্চলিক মহাড়কের এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২১ জন।

নিহত আইনজীবী অবিনাশ মিত্র (৬৫) উপজেলার আঙ্গুলকাটা গ্রামের ভূবেন্দ্র মিত্রের ছেলে। তিনি মঠবাড়িয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পিরোজপুর জেলা কমিউিনিস্ট পার্টির নেতা।

মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী এলাকায় যাত্রবাহী বাস উল্টে আইনজীবী নিহত। ছবি: ইত্তেফাক

আহত বাসযাত্রীর বরাতে মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত পৌনে ৩টার দিকে মঠবাড়িয়া শহরের কাছে উত্তর মিঠাখালী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের বামপাশে ছিটকে খাদে পড়ে যায়। এতে ২২ যাত্রী গুরুতর আহত হন। গ্রামবাসী আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত আইনজীবী অবিনাশকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/আরএজে