সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

তামিমকে হারিয়ে লিটনের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৫:৩৮

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই টাইগার ওপেনার। তবে দলীয় ৪২ রানে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান অধিনায়ক তামিম ইকবাল। এরপর অর্ধশতকের দেখা পান লিটন। শেষ খবর পর্যন্ত ২১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দেখেশুনে খেলতে থাকে এই দুই ব্যাটার। উদ্বোধনী জুটিতে ৪২ রান সংগ্রহ করে তারা। তবে এরপর রান আউটে কাটা পড়েন অধিনায়ক তামিম ইকবাল।

৩১ বলে ২৩ রান করে সাজঘরে ফিরে যান তামিম। তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন লিটন। নিজের সাবলীল ব্যাটিংয়ে ৫৪ বলে নিজের অর্ধশতক পূরণ করেন লিটন দাস। শেষ খবর পর্যন্ত ২১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।  

ইত্তেফাক/জেডএইচ