রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এবার নেপালে পুরস্কার জিতল ‘সাঁতাও’

আপডেট : ২০ মার্চ ২০২৩, ২০:৩৫

খন্দকার সুমনের পরিচালনায় গণ-অর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’ সিনেমা ইতঃপূর্বে বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছে। এবার নেপালে ‘গৌতম বুদ্ধ অ‌্যাওয়ার্ড’ জিতে নিল সিনেমাটি। সোমবার বিশেষ এই অর্জনের কথা জানিয়েছেন খন্দকার সুমন।

প্রান্তিক মানুষের জীবন কাহিনী নিয়ে নির্মিত ক্রাউড ফান্ডেড সিনেমা সাঁতাও। এতে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক, আব্দুল্লাহ আল সেন্টু, মো. সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, কামরুজ্জামানসহ অনেকে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খন্দকার সুমন।

ছবি: সংগৃহীত

আইনুন পুতুল সেখানে থেকেই সোমবার (২০ মার্চ) সেই অর্জনের বিশেষ কিছু মুহূর্তের ছবি শেয়ার করে লেখেন, ‘আমরা জিতেছি জয় বাংলা’।

তিস্তার পারের মানুষের সংগ্রাম। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নায় আবর্তিত হয়েছে সাঁতাওয়ের কাহিনী।

ইত্তেফাক/বিএএফ