শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তৃণমূল বিএনপির জরুরি সভা বুধবার

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৯:২১

রাজনৈতিক দল তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুর পর এই প্রথম জরুরি সভা ডেকেছেন দলটির নেতারা।

বুধবার (২২ মার্চ) দুপুরে গুলশান ১ নম্বরের একটি হোটেলে এই সভা হবে।

তৃণমূল বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব তারেক হোসেন বলেন, দলের এই জরুরি সভায় তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার অবর্তমানে নতুন নেতৃত্ব ঘোষণা দেওয়া হবে। এ ক্ষেত্রে নাজমুল হুদার বড় মেয়ে অন্তরা সেলিমা হুদা চেয়ারম্যানের দায়িত্ব পেতে পারেন। তিনি দায়িত্ব নিতেও আগ্রহী। তবে তিনি ছাড়াও ওই পদে দলের কেউ প্রার্থী হলে ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন করা হবে।

ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে গঠিত তৃণমূল বিএনপি গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন পায়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার পরদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন নাজমুল হুদা। ১৯ ফেব্রুয়ারি তিনি মারা যান। নাজমুল হুদা কোনো নির্দেশনাও দিয়ে যেতে পারেননি। তার মৃত্যুর পর চেয়ারম্যান পদ শূন্য রয়েছে।

ইত্তেফাক/কেকে