মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পাবনায় পিকআপের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৪:২৬

পাবনার সাঁথিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সাঁথিয়ার সমাসনারী এলাকায় এই দুর্ঘটনা হয়। 

নিহতরা হলেন- সাঁথিয়ার নাগডেমরা ইউনিয়নের ভিটেপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই এলাকার আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন (৩২)।

সাঁথিয়া থানার এস আই মেহেদী হাসান জানান, পাবনা থেকে ডাক বিভাগের একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিলো। পথে সমাসনারীতে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে সেটি ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা হয়। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

ইত্তেফাক/আর