রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও ১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নুরনবী (২৪)। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট ৬ জন প্রাণ হারালেন।
ঢামেকের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সায়েন্সল্যাবের ঘটনায় আহত ঢাবি শিক্ষার্থী মারা গেছেন। ঘটনার দিন থেকেই তিনি আইসিইউতে ছিলেন।
জানা গেছে, নুরনবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি শহীদ সার্জেন্ট জহরুল হক হলে থাকতেন।
প্রসঙ্গত, গত ৫ মার্চ রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু ও আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।