সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘এ বছর দর্শকরা আমাকে অন্য মাত্রায় পাবেন’

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৯:০০

‘চলতি বছর আমার মা, সেইসব দিন, আজব ছেলেটাসহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে। আমি কিন্তু বরাবরই কাজের ক্ষেত্রে ভিন্নতা ধরে রাখার চেষ্টা করি। সেই জায়গা থেকে বলবো, এ বছর দর্শকরা আমাকে অন্য মাত্রায় পাবেন।’ নিজের নতুন সিনেমা এবং চরিত্র প্রসঙ্গে জানতে চাইলে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম। 

তবে গত বছর বেশ কয়েকটি গল্প নির্ভর সিনেমা সুদিনের আভাস দিলেও চলতি বছর সেই ধারাবাহিকতা এখনও দেখা যায়নি। যদিও সাজু খাদেম মনে করেন শিগগিরই সেই সময়ও দেখতে পাবে বাংলা চলচ্চিত্র।

সাজু খাদেম

সাজু খাদেম এ প্রসঙ্গে বলেন, ‘দেখুন, বছর তো সবে মাত্র শুরু হলো। মুক্তির মিছিলে ভালো ভালো সিনেমা রয়েছে। পাশাপাশি আমার সেইসব দিন এবং মা সিনেমা দুটি দারুণ সাড়া ফেলবে বলে বিশ্বাস রয়েছে।’

এই সিনেমাগুলো ছাড়াও বর্তমানে আসছে ঈদের একাধিক কাজ নিয়ে ব্যস্ত আছেন সাজু। সম্প্রতি শেষ করেছেন ধারাবাহিক   ‘হানিমুন’ এবং টেলিফিল্ম ‘আজ আমাদের ছুটি’ শুটিং। এছাড়াও বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মের শুটিং শিগগিরই শুরু করবেন এই অভিনেতা। তবে প্রতিটি ঈদেই অসংখ্য নাটকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায় তারকাদের। সেই সঙ্গে মান নিয়েও বরাবরই প্রশ্ন থেকে যায়।

সাজু খাদেম

বিষয়টি নিয়ে সাজু খাদেম বলেন, ‘আমি একসঙ্গে কখনোই একাধিক নাটকের শুটিং করি না। আমার কাছে সংখ্যার চেয়ে মানটা ধরে রাখা মুখ্য মনে হয়। তাই একটির কাজ শেষ করে অন্যটিতে হাত দিই। সেটা আমার নাটকগুলোর দেখলেই বুঝতে পারবেন সবার। এবারের ঈদে আজ আমাদের ছুটি টেলিফিল্মটি আমার জন্য বিশেষ একটি কাজ বলতে পারেন। সবচেয়ে আনন্দের বিষয় হলো, এতে আমরা অ্যাক্টরস ইকুইটির কার্যনির্বাহীরা অভিনয় করেছি এবং এখান থেকে প্রাপ্ত সম্মানি আমরা নিজেরা না নিয়ে সংগঠনের ফান্ডে জমা দিয়েছি। তাছাড়া নাটকটির গল্পও ভিন্ন ধরনের। আমরা সবাই স্কুল জীবনের চরিত্রে অভিনয় করেছি। এই সময়ে এসে এমন চরিত্রে অভিনয় সত্যি অন্যরকম অনুভূতির। আশা করছি, দর্শকরাও ঈদে ভিন্ন আমেজ খুঁজে পাবেন।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন