শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করলো ইশো

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৯:১৬

আধুনিক জীবনযাত্রার জন্য আসবাব ডিজাইন ও প্রস্তুতকারী ব্র্যান্ড ইশো মঙ্গলবার (২১ মার্চ) মোহাম্মদপুরে এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন করেছে। 

আকর্ষণীয় সেটাপসহ আসবাব কেনার আধুনিক ব্যবস্থা হিসেবে নতুন এই এক্সপেরিয়েন্স সেন্টারে থাকছে ইশো-এর সাম্প্রতিক বিভিন্ন কালেকশন যেমন, ইশো x CURATO এর রমজান গিফট বক্স ও মন্টপেলিয়ার লাক্সারি হোম কালেকশন।  

সূক্ষ্মভাবে ডিজাইনকৃত ও বাহারি ধরণের ইশো-এর নানন্দিক আসবাব ও লাইফস্টাইল এক্সেসরিজ আসবাব নকশায় পুঙ্খানুপুঙ্খ বিষয়ে ব্রান্ডটির কাজ করার বিষয়টি তুলে ধরে; বিভিন্ন রঙ এবং কাঠের নানা ধরণের আসবাবের ব্যাপক সমাহার নিয়ে নতুন এই আউটলেটটি মোহাম্মাদপুর ও নিক্টস্থ হাউজিং সোসাইটিতে বসবাসরত মানুষের জন্য হোম ও লাইফস্টাইল শপিং এর জন্য একটি অবধারিত স্থান হিসেবে গড়ে ওঠার জন্য সব ধরণের প্রস্তুতি নিচ্ছে।  

এক্সপেরিয়েন্স সেন্টারে সুসজ্জিত রুম সেটাপ ডিজাইন ও ডেকোরের জন্য আধুনিক বাড়ির মালিকদের কাছে একটি নির্ভরযোগ্য স্থান হয়ে উঠবে। স্টোরটিতে স্থান এমনভাবে ব্যবহার করে সজ্জিত করা হয়েছে যাতে ক্রেতারা বেস্টসেলিং বিভিন্ন ফার্নিচার সিরিজ এবং ইশো-এর নানা কনসেপ্ট প্রজেক্টের মধ্যে হেঁটে কাছ থেকে পণ্য সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারবে, যা তাদের একটি সুন্দর ও সামগ্রিকভাবে উপকারী শপিং এক্সপেরিয়েন্স দেবে।

ইত্তেফাক/এআই