শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বালুবোঝাই ট্রাক্টরচাপায় কলেজছাত্র নিহত 

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৯:২১

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালুবোঝাই ট্রাক্টরচাপায় চয়ন মণ্ডল (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এতে সৌমেন বিশ্বাস (১৭) নামে আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার ধর্মতলা এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চয়ন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ এলাকার কৃষ্ণপদ মণ্ডলের ছেলে। সে রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

স্থানীয়রা জানান, গত শনিবার চয়ন নতুন ঘুরঘুরিয়া এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে সে তার মামাতো ভাই সৌমেনের মোটরসাইকেল নিয়ে স্থানীয় ঢোলজানি বাজারে যাচ্ছিল। ধর্মতলা স্কুলের কাছে পৌঁছালে বালুবাহী একটি মিনি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চয়ন মারা যায় ও সৌমেন গুরুতর আহত হয়। সৌমেনকে উদ্ধার করে স্থানীয়রা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক তুহিন বলেন, পরিবারের সদস্যদের আবেদনের কারণে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

ইত্তেফাক/এবি/পিও