মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পররাষ্ট্র সচিবের সঙ্গে মানবাধিকার বিশেষজ্ঞ প্যাট্রিক বার্গেসের সাক্ষাৎ

আপডেট : ২১ মার্চ ২০২৩, ২০:১২

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ ও এশিয়া জাস্টিস অ্যান্ড রাইট (এজেএআর) এর প্রেসিডেন্ট ব্যারিস্টার প্যাট্রিক বার্গেস সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২১ মার্চ) এ সাক্ষাৎ করেন তিনি। 

বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা নিয়ে গবেষণা করছেন এবং যাদের দিয়ে এসব গণহত্যা সংগঠিত হচ্ছে তাদের আন্তর্জাতিক আদালতে বিচারের বিষয়ে অ্যাডভোকেসি করে থাকেন প্যাট্রিক বার্গেস। একাত্তরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে কাজ করছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মধ্যে আলোচনায় মি. বার্গেস সংঘাতপূর্ণ অঞ্চলে কাজ করার, নৃশংস অপরাধের শিকারদের সঙ্গে দেখা করার এবং গণহত্যার শিকারদের জন্য ন্যায়বিচারের জন্য তার লড়াইয়ের অভিজ্ঞতাগুলি বর্ণনা করেন।

একজন আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ হিসেবে, প্যাট্রিক বার্গেস আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ১৯৭১ সালের গণহত্যা এবং রোহিঙ্গা সংকটকে তুলে ধরতে তার অ্যাডভোকেসি ভূমিকার কথা উল্লেখ করেছেন।

পররাষ্ট্র সচিব আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক বাংলাদেশ গণহত্যা ১৯৭১-এর স্বীকৃতির সঙ্গে সম্পর্কিত গুরুত্ব ও চ্যালেঞ্জের ওপর আলোকপাত করেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের মাধ্যমে তাদের ন্যায়বিচার প্রদানের সম্ভাব্য উপায় ও উপায় নিয়েও আলোচনা করা হয়েছে।

আগামী ২৫শে মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরে গণহত্যা দিবস উপলক্ষে তার মূল বক্তব্য উপস্থাপন করার কথা রয়েছে ব্যারিস্টার প্যাট্রিক বার্গেসের। এর আগে আজ সকালে বার্গেস ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধু লেকচার সিরিজ: রেকগনিশন অব বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ এ একটি মূল বক্তব্য প্রদান করেন।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইচই মো. শাহরিয়ার আলম এমপি।

ইত্তেফাক/এএএম