শ্রমিকদের কর্মপরিবেশ ও জীবন-মান উন্নয়নে গৃহীত নানামুখী উদ্যোগে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর গভর্নিং বডির ৩৪৭তম অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে এক কথা বলেন তিনি।
গত ১৩ মার্চ থেকে শুরু হওয়া আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর চলমান অধিবেশনে বাংলাদেশের ওপর আলোচনায় বিশ্বব্যাপী শ্রমিকের জন্য নিরাপদ ও উন্নততর কর্ম-পরিবেশ নিশ্চিত করতে এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
এ সভায় অংশ নিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আইএলও-তে ২০২১ সালে সরকারের উপস্থাপিত রোডম্যাপের আলোকে সরকার বাংলাদেশ লেবার রুলস সংশোধন করেছে এবং ইপিজেড লেবার রুলস প্রণয়ন করেছে। এছাড়া, বাংলাদেশ শ্রম আইন প্রণয়নের লক্ষ্যে সকল অংশীদারদের মতামত সংকলন করার কাজ চলছে এবং ইতিমধ্যে সাতটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে বলে তিনি সভায় অবহিত করেন।
এ সময় একটি গণতান্ত্রিক দেশে আইন প্রণয়ন সকল অংশীদারদের মতামতের ভিত্তিতে হয় বিধায় প্রণয়ন প্রক্রিয়া সময়সাপেক্ষ উল্লেখ করে মন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন।’
আইনমন্ত্রী বলেন, ‘২০২২ সালে কারখানাগুলোতে ৩৯ হাজার পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও ২৬ শতাংশ বেশি। রোডম্যাপ প্রণয়নের মাত্র দেড় বছরে ৮১ জন নতুন কারখানা পরিদর্শক নিয়োগ করা হয়েছে, যা চলতি বছরে আরও বাড়ানো হবে বলে। শ্রমিকদের অভিযোগের ন্যায়বিচার নিশ্চিত করতে তিনটি নতুন শ্রম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে।’
আইনমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে গভর্নিং বডির সদস্যরা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং উন্নতর কর্মপরিবেশ নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।