মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘লবণাক্ত এলাকায় কৃষি উৎপাদন বাড়ানোর সম্ভাবনা রয়েছে’

আপডেট : ২২ মার্চ ২০২৩, ২০:২০

কৃষি সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, লবণাক্ত এলাকায় কৃষি উৎপাদন বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। মিষ্টি পানি সংরক্ষণের মাধ্যমে সেচের ব্যবস্থা করতে পারলে উপকূলীয় এলাকায় কৃষি বিপ্লব ঘটানো সম্ভব হবে। 

বুধবার (২২ মার্চ) বিকালে নগরীর আভা সেন্টারে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

কৃষি সচিব আরও বলেন, সরকার সারে ভর্তুকির পরিমাণ অনেক বাড়িয়েছে। মাঠ পর্যায়ে সারের ব্যবহার পরিমিত করলে আলুসহ অন্যান্য ফসল সংরক্ষণ করা সহজ হবে। এছাড়া ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করতে পারলে কৃষকেরা আর্থিকভাবে অনেক লাভবান হতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। প্রকল্পের কার্যক্রম ও স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক শেখ ফজুলল হক মনি।

ইত্তেফাক/পিও