শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নাটোরে গুলি করে যুবককে হত্যা, আটক ১

আপডেট : ২২ মার্চ ২০২৩, ২১:১২

নাটোর সদর উপজেলায় ফরহাদ খন্দকার (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ফরহাদ নামে ১ জনকে আটক করেছে। মঙ্গলবার(২১ মার্চ) রাত ১টার দিকে সদর উপজেলার হয়বতপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ফরহাদ খন্দকার সদর উপজেলার হয়বতপুর এলাকার মসলুর উদ্দিনের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকালে ফরহাদ খন্দকার কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন এলাকায় খুঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের স্কুলে ফরহাদের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বুধবার ভোরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাজশাহী থেকে সিআইডির ক্রাইম ইউনিটের ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করা হয়। 

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফরহাদ নামে একজনকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও