শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির গায়ে পেট্রোল নিক্ষেপ, লাইফ সাপোর্টে মৃত্যু

আপডেট : ২২ মার্চ ২০২৩, ২১:২২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেবরের দেওয়া আগুনে দগ্ধ ভাবী লতিফা বেগম (৪০) অবশেষে লাইফ সাপোর্টে থেকে দু’দিন পর মারা গেলেন। বুধবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে তার মৃত্যু হয়। 

লতিফা বেগমের স্বামী মো. জাকারিয়া বলেন, কয়েকদিন আগে তার ছোট ভাই জালাল মিয়ার (৩৫) সঙ্গে কথা কাটাকাটি হয়। এ নিয়ে ক্ষুব্ধ ছিল জালাল। ঘটনার দিন দুপুরে তিনি বাড়িতে ছিলেন না। নিহত লতিফা তখন রান্না করছিলো। এ সুযোগে জালাল পেছন থেকে লতিফার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে লতিফার পুরো শরীর ঝলসে যায়। বুধবার দুপুরে দু’দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, অভিযুক্ত জালালকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে। 

এর আগে গত ১৯ মার্চ দুপুরে নবীনগর উপজেলার উত্তর দাররা এলাকায় কথা কাটাকাটির জেরে লতিফা বেগমকে (৪০) পেট্রল ঢেলে পুড়িয়ে দেয় দেবর জালাল মিয়া। আশঙ্কাজনক অবস্থায় ‍ওইদিন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

ইত্তেফাক/এবি/পিও