শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এখন থেকে ‘ই-পাসপোর্ট’ সেবা পাবেন কুয়েত প্রবাসীরা

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০২:৪৫

এখন থেকে ই-পাসপোর্ট’ সেবা পাবেন কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। বুধবার (২২ মার্চ) কুয়েতে ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করে বাংলাদেশ দূতাবাস।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় কুয়েতে ই-পাসপোর্টের আবেদনকারী ০৩ জন প্রবাসীর নিকট পাসপোর্ট বিতরণ স্লিপ প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আলী রেজা সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন দূতাবাসের মিনিস্টার (শ্রম) জনাব মোহাম্মদ আবুল হোসেন। 

মো. আলী রেজা সিদ্দিকী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের একটি মাইলফলক হলো ই-পাসপোর্ট কার্যক্রম।

এছাড়াও অনুষ্ঠানে দূতাবাসের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্ণেল মোঃ খালিদ সাইফুল্লাহ, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা), প্রথম সচিব ও দূতাবাস প্রধান, সোনালী ব্যাংক প্রতিনিধি, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
 

ইত্তেফাক/এএইচপি