জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের সর্ববৃহৎ ও অপ্রতিদ্বন্দ্বী সাংস্কৃতিক সংগঠন ডি-বিটসের ৪দিন ব্যাপী 'ডি-বিটস কার্নিভাল'।
৪ দিন ব্যাপী কার্নিভালের প্রথম দিন ছিল আনন্দ র্যালি, আলপনা ও মেহেদী উৎসব। দ্বিতীয় দিন ফুড ও কালার ফেস্ট, তৃতীয় দিন জমজমাট মুভি ফেস্ট এবং চতুর্থ দিন পালিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
কার্নিভালের সমাপ্তির দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক জনাব শেখ ওয়ালী আসিফ ইনান। আরও উপস্থিত ছিলেন ডা. কাজী মাহবুব, ডা. মুস্তাফিজুর রহমান রুপম, ডা. আনিসুর রহমান আনিস, ডা. শাকিল হোসেন শুভ, ডা. মমিনুর রহমান, ডা.ছানাউল্লাহ, ডা.জুনায়েদ আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক আল আসিফ দিহান খান ও ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) সভাপতি ডা. শাহনেওয়াজ শুশান।
অনুষ্ঠানের শেষ পর্বে ডি বিটস কার্যকরী পরিষদ ২০২২-২৩ মেয়াদের নতুন কমিটির নামও ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ পবন ও যুবায়ের হাসান। সভাপতি হিসেবে রাকিব হাসান আরাফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে নাহিদ ইবনে সিয়ামের নাম ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হুদা নাবিউলকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সহ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরও ১০ জনকে নির্বাচিত করা হয়।