মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ব্রয়লার মুরগি অতিরিক্ত দামে বিক্রির কারণ জানতে ৪ প্রতিষ্ঠানকে তলব

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৪:১৮

অতিরিক্ত দামে ব্রয়লার মুরগি বিক্রির কারণ জানতে ৪ প্রতিষ্ঠানকে তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর দেড়টায় তাদেরকে ভোক্তা অধিকার অধিদপ্তরে ডাকা হয়েছে। তলব পাওয়া ৪ প্রতিষ্ঠান হলো- কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ ও প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্তি দায়িত্ব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘অতিরিক্ত দামে মুরগি বিক্রির কারণ জানতে তাদের ডাকা হয়েছে। প্রতি কেজি মুরগির উৎপাদন খরচ তারা বলছে ১৩০ থেকে ১৪০ টাকা। কিন্তু, লাভের তো একটা সীমা থাকা উচিত। আমরা প্রমাণ পেয়েছি তারা ২২০ টাকা করে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করছে। এর কারণটা কী সেটাই জানার জন্য তাদেরকে ডাকা হয়েছে।’

 

 

ইত্তেফাক/এসজেড