শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

লিটন-তামিমের ব্যাটে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৮:০০

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের দেওয়া ১০২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করে টাইগার পেসারদের বোলিংয়ে তোপে মাত্র ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকেন দুই ওপেনার তামিম ও লিটন। জয় থেকে ২২ রান দূরে বাংলাদেশ। 

১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। লিটন কিছুটা দেখেশুনে খেললেও মারমুখী ব্যাটিং করতে থাকেন অধিনায়ক তামিম ইকবাল। ৫ ওভারে স্কোরবোর্ডে ৩৯ রান যোগ করেন এই দুই ব্যাটার। 

এরপরও মারমুখী ব্যাটিং চালিয়ে যান এই দুই ব্যাটার। শেষ খবর পর্যন্ত ৯ ওভার শেষে বিনা উইকেটে ৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য ৪১ ওভারে ২২ রান প্রয়োজন বাংলাদেশের।  

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন