শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

খুলনায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২১:০৩

খুলনায় কয়রায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে উপজেলার সুন্দরবন সংলগ্ন আংটিহারা বেড়িবাঁধের ওপর থেকে এসব মাংস জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীর আংটিহারা বাঁধে অভিযান পরিচালনা করে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে চারটি বস্তায় ৮২ কেজি মাংস ও ২০টি পা উদ্ধার করা হয়। বিষয়টি বন বিভাগকে অবগত করা হয়েছে।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, কোস্টগার্ড অভিযান চালিয়ে হরিণের মাংস জব্দ করে খাশিটানা ক্যাম্পে হস্তান্তর করেছে।

ইত্তেফাক/এবি/পিও