শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

'থ্রি স্টার' জার্সিতে মাঠে নামবে আর্জেন্টিনা 

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২২:০৭

কাতার বিশ্বকাপের পর প্রথমবার প্রীতি ম্যাচে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার (২৪ মার্চ) পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে মেসি-ডি মারিয়ারা। সর্বশেষ কাতার বিশ্বকাপে ৩৬ বছরের খরা কাঁটিয়ে তৃতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।

আর তাই পানামার বিপক্ষে থ্রি স্টার জার্সি পরে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। গত বছর ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়াম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি আর্জেন্টিনা।

তিন তারকা খচিত আর্জেন্টিনার প্রাকটিস কিট গায়ে লিওনেল মেসি।

শিরোপা বাড়ার সঙ্গে সঙ্গে একটি করে তারকা যোগ হয় চ্যাম্পিয়ন দলের জার্সিতে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এতোদিন খেলতো দুই তারকা খচিত জার্সি পরে। কাতার বিশ্বকাপ জিতে জার্সিতে একটি তারকা বাড়িয়ে নিয়েছে আর্জেন্টিনা। আর তাই এবার তিন তারকা খচিত জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা।  

 

 

ইত্তেফাক/জেডএইচ