শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

একা: নিঃসঙ্গতা আর নীরবপ্রেমের দোলাচল

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১২:১৭

নূর কামরুন নাহারের উপন্যাস ‘একা’। ২০০৯ সালে প্রথম প্রকাশিত, দ্বিতীয় মুদ্রণ ২০১৯ সালে। পাঁচ ফর্মা আশি পৃষ্ঠার নাতিদীর্ঘ উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কর্মজীবী নারী সেলিনা। অন্যজন সেলিনার সহকর্মী শহীদ সাহেব। তাঁরা এক সরকারি অফিসে দীর্ঘদিন পাশাপাশি বসে কাজ করেন। শহীদ সাহেবের অবসরে যাবার সময় হয়েছে। ছয় মাস পর কর্মজীবন থেকে অবসরে যাওয়ার পরের জীবনটা কেমন হবে সে নিয়ে তিনি চিন্তিত। আর্থিক বিষয়ে চিন্তা নেই, নিঃসঙ্গতাই বড় চিন্তার বিষয়। সংসারে স্ত্রী, কন্যা, পুত্র রয়েছে। কিন্তু তাদের সঙ্গে শহীদ সাহেবের সম্পর্ক খানিকটা শীতল। সে কারণেই অবসর পরবর্তী জীবন তাঁকে ভাবায়।

অন্যদিকে সেলিনা অপেক্ষাকৃত তরুণ। সংস্কৃতিমনা উদার বাবা-মায়ের সান্নিধ্যে বড় হয়েছে। কিন্তু বিয়েটা হয়েছে ভিন্ন পরিবেশে। সেলিনার স্বামীও ভালো চাকরি করেন। কিন্তু অনেকগুলি ছোট ভাইবোনের দায়িত্ব তার কাঁধে। ফলে সংসারে সচ্ছলতার অভাব। বাবার বাড়ি থেকে যৌতুক না আনায় শাশুড়ির ক্ষোভের শিকার সে। শাশুড়ি, ননদ, স্বামী, সন্তান আর অফিস নিয়ে তার নানা টানাপোড়েন। খুব দায়িত্বশীল সে, যেমন অফিসে তেমনি সংসারে। এমনকি নিজের মায়ের প্রতি দায়িত্ব পালনেও ভুল করে না সেলিনা।

শহীদ সাহেবের প্রতি সেলিনার সহানুভূতি রয়েছে। শহীদ সাহেবের বেদনাকে সে উপলব্ধি করে। শহীদ সাহেবও সেলিনার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, নানা যাতনা বিভিন্নভাবে উপশমের চেষ্টা করেন। একসঙ্গে কাজ করতে করতে পারস্পরিক নির্ভরতা, বিশ্বাস ও আস্থা তৈরি হয়েছে। দুজনেই সতর্ক থাকেন, সীমা লঙ্ঘন না করার। তবু একদিন তাঁরা মেলায় যান, একসঙ্গে ঘোরেন।

শহীদ সাহেব অবসরে যান। একদিন অকস্মাত্ কম্পিউটার মেলায় সেলিনার সঙ্গে দেখা। সামান্য একটু রাস্তা এক রিকশায়। গন্তব্যে পৌঁছে সেলিনা নেমে গেলে শহীদ সাহেব সত্যটা উপলব্ধি করেন। সেলিনার হাতটা ধরে রাখতে চান অনাদিকাল। মনে হয় বলেন—‘এই হাতের মুঠোয় ওই হাত রেখে দেয়া যায় না, চিরদিন আজীবন।’

কিন্তু কিছুই বলা হয় না। উপন্যাসের ভাষায়—‘সমস্ত শরীর কাঁপিয়ে তার ভেতর একাকিত্ব জেগে উঠে। সমস্ত আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে সে একাকিত্ব’। তার একটা গান মনে পড়ে—‘মোর পরানের বনে, বসন্ত দিল দেখা, একা লাগিয়া, তুমি এলে না একা’।

নূর কামরুন নাহারের এই উপন্যাসটি সুখপাঠ্য, প্লাটফর্ম বেশ সুসংহত ও সুনির্দিষ্ট মাপের। চরিত্রগুলোর বিচরণক্ষেত্র পরিপাটি, যেন নিবিড় আল্পনায় আঁকা। সেজন্য ‘একা’ উপন্যাসটি জীবনের খুব সাধারণ ঘটনাপ্রবাহ নিয়ে হলেও পাঠকের হূদয়ে কোথায় যেন দাগ রেখে যায়।

একা
নূর কামরুন নাহার
প্রকাশক: অঙ্কুর প্রকাশনী
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৯
দাম: ১৬০ টাকা

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন