ইউক্রেনে রাশিয়ার হামলায় সারা দেশে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার(২৩ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরা।
পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশের একটি শহর কোস্তিয়ানতিনিভকাতে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র একটি সাহায্য কেন্দ্রে আঘাত হানে। এতে পাঁচজন মারা গেছে।
উত্তর-পূর্ব অঞ্চলের প্রশাসন জানিয়েছে, রাতে রকেট এবং বিমান হামলায় সুমি প্রদেশের বিলোপিলিয়াতে দুই বেসামরিক লোক নিহত এবং নয়জন আহত হয়েছে।
দক্ষিণ খেরসন অঞ্চলের কেন্দ্রীয় শহরে রুশ বাহিনীর গোলাগুলিতে একজন নিহত হয়েছে। এছাড়া বিলোজারকাতেও একজন নিহত এবং চারজন আহত হয়েছে।