ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার সুবর্ণসারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারিকুজ্জামান তারিক উপজেলার সুবর্ণসারা এলাকার মিন্টু বিশ্বাসের ছেলে। সে সুবর্ণসারা এম এ জে এল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে চাচার সঙ্গে বারোবাজার যাচ্ছিল তারিক। সুবর্ণাসারা-বারোবাজার সড়কের শশ্মানঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝায় ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারিক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় নিহতের চাচা মাহবুবুর রহমানকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুবর্ণসারা পুলিশ ফাঁড়ির এসআই মহিদুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।