রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অবশেষে সিলেটে অপেক্ষা ফুরালো এলিটার

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৭:১৬

বাংলাদেশের জার্সি গায়ে খেলার আশায় ২০২১ সালে নাইজেরিয়ার নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছিলেন ফুটবলার এলিটা কিংসলে। তবে বেশ কয়েকবার জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেলেও বিভিন্ন জটিলতায় জায়গা হয়নি মূল স্কোয়াডে।

তবে অবশেষে সেই অপেক্ষা ফুরালো এলিটার। সিশেলসের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রীতি ম্যাচে ২৩ জনের স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন এলিটা। শনিবার (২৫ মার্চ) দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের প্রথমার্ধে একাদশে সুযোগ না পেলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামিয়েছে বাংলাদেশের কোচ হ্যাবিয়ার ক্যাবরেরা।

প্রথমার্ধের ৪৩ মিনিটে তারিক কাজির গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। এরপর এলিটা কিংসলেকে বদলি হিসেবে মাঠে নামান হ্যাবিয়ার ক্যাবরেরা। সেইসঙ্গে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে যায় এই ফুটবলারের।   

ইত্তেফাক/জেডএইচ