কাতার বিশ্বকাপের হতাশার পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কিংবদন্তি পেলের মৃত্যুর পর এটাই ব্রাজিলের প্রথম ম্যাচ। রোববার (২৬ মার্চ) ভোর ৪টায় প্রীতি ম্যাচে স্বাগতিক মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে পেলেকে স্মরণ করতে বেশকিছু উদ্যোগ নিয়েছে সেলেসাওরা।
ম্যাচের আগে পেলে স্মরণ করে এক মিনিট সম্মান প্রদর্শন করবে ব্রাজিল ও মরক্কো। এছাড়াও মাঠের চারপাশে বিজ্ঞাপন বোর্ডেও শোভা পাবে পেলের ছবি। প্রতিটি খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বরের নিচে লেখা থাকবে পেলের নাম।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি রদ্রিগেজ বলেন, ‘পেলে সর্বকালের সেরা ফুটবলার। সিবিএফ তাকে সব সময়ই স্মরণে রাখবে, তিনি এটার প্রাপ্য। আমার সভাপতি মেয়াদকালে পেলেকে সব সময়ই স্মরণ করা হবে।’