সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অর্থাভাবে কেটে ফেলতে হয়েছে বীর মুক্তিযোদ্ধার পা 

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ২০:৫৫

টাঙ্গাইলের মির্জাপুরে দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা লাল মিয়ার (৭১) অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না। ইতিমধ্যে তার একটি পা কেটে ফেলতে হয়েছে। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসার টাকা যোগাতে গিয়ে তার পরিবার এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছে।

এদিকে তার পরিবারের অভিযোগ, স্থানীয় একটি চক্র তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বাড়িতে যাতায়াতের একটি রাস্তা বন্ধ করে দিয়েছে। বিষয়টি তারা পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের জানিয়েছেন। ন্যায়বিচারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে। 

অসুস্থ বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে।

লাল মিয়ার মেয়ে এমেলি বেগম বলেন, বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে আক্রান্ত। বিছানা থেকে উঠতে পারেন না। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকের পরামর্শে তার ডান পা কেটে ফেলতে হয়েছে। এখন বাম পায়েও পচন ধরেছে। কুমুদিনী হাসপাতালে এখনও চিকিৎসাধীন। 

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, চিকিৎসা করতে গিয়ে ইতিমধ্যে নিঃস্ব হয়ে পড়েছে পুরো পরিবার। 

সাবেক পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান বলেন, লাল মিয়া একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে সার্বিক সহযোগিতা করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

ইত্তেফাক/এবি/পিও