কিছুদিন আগে পর্তুগালের তারকা ফুটবলার রোনালদোর খাদ্যাভাস অনুসরণ করতে গিয়ে মরতে বসেছিলেন ব্রাজিলের গ্যাব্রিয়েল মেরিনো নামের এক ফুটবলার। এবার রোনালদোর বিখ্যাত ‘সিউউউ’ উদযাপন করতে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হলো তরুণ এক ফুটবলারকে।
ভিয়েতনামের ঘরোয়া ফুটবলে এই ঘটনা ঘটেছে। ভিয়েতনামের ক্লাব ভিয়েতল এফসি-তে খেলেন ট্রান হং কিয়েন নামের এক তরুণ ফুটবলার। তার দলের হয়ে গোল করার পর রোনালদর মতো ‘সিউউউ’ উদযাপন করেন কিয়েন। তবে ঠিকভাবে নামতে না পারায় পা মচকে যায় কিয়েনের।
কিয়েনের চোট এতোটাই বড় হয় যে শেষ পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর আগেও বিভিন্ন দেশের খেলোয়াড়দের রোনাদোর মতো ‘সিউউউ’ উদযাপন করে দেখা গেছে।
সূত্র: এনডিটিভি