সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাইডেনকে ব্যঙ্গ করে সৌদির টিভি চ্যানেলে ভিডিও

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ২২:৩০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স প্রায় ৮০।  তবে বয়স বা যে কারণেই হোক, সবার সামনে বেশ কয়েকবার বিব্রতকর পরিস্থিতে পড়তে হয়েছে তাকে। উড়োজাহাজে ওঠতে গিয়ে সিঁড়িতে হোঁচট খেয়েও হয়েছেন খবরের শিরোনাম।

সম্প্রতি বাইডেনের এসব ঘটনা মজার ছলে ভিডিওতে তুলে ধরেছে সৌদি আরবের একটি টেলিভিশন চ্যানেল। ওই ভিডিওর কিছুটা  শুক্রবার টুইটারের শেয়ার করেছেন একজন ব্যবহারকারী। এখন পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে প্রায় সাত লাখ এবং লাইক এসেছে ১৪ হাজারের বেশি।

সৌদি টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেঝা যায়, বাইডেন ও তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চরিত্রে অভিনয় করেন দুজন। টুইটারে শেয়ার করা ভিডিওর প্রথমাংশে দেখা যায়, হোয়াইট হাউসের আদলে তৈরি মঞ্চে দাঁড়িয়ে আছেন ‘বাইডেন’। উপস্থিত সবাইকে অভিবাদন জানিয়ে মঞ্চ থেকে নামেন তিনি। এরপর খেই হারিয়ে চারপাশে ঘুরতে থাকেন। এ সময় সেখানে কেউ না থাকলেও করমর্দনের জন্য বারবার হাত বাড়িয়ে দেন। এমনকি পেছনে ফিরে পতাকার উদ্দেশে হাত নাড়াতে থাকেন। পরে ‘কমলা’ এগিয়ে এসে তাঁকে এ যাত্রায় রক্ষা করেন।

ভিডিওর পরের অংশে ব্যঙ্গ করা হয়েছে বাইডেনের উড়োজাহাজের সিঁড়িতে হোঁচট খাওয়ার ঘটনাকে। দেখা যায়, বাইডেন সেজে ওই ব্যক্তি উড়োজাহাজের সিঁড়ি দিয়ে উঠছেন। নিচে দাঁড়িয়ে কমলা। সিঁড়ি দিয়ে ওঠার সময় একের পর এক হোঁচট খান বাইডেন। তাঁকে এভাবে আছাড় খেতে দেখে ভয় পেয়ে যান কমলা।

এদিকে নিউইয়র্ক পোস্টের এক খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলাকে নিয়ে সৌদি আরবের কোনো টেলিভিশন চ্যানেলে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্যাঙ্গাত্মক কোনো ছবি প্রচার করা হলো। গত বছরের এপ্রিলে ‘স্টুডিও ২২’ নামের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত চিত্রে প্রেসিডেন্টকে ভুলে যাওয়ার সমস্যায় আক্রান্ত একজন বৃদ্ধ হিসেবে তুলে ধরা হয়। 

ইত্তেফাক/এফএস