শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্বাধীনতা দিবস উপলক্ষে গুগলের বিশেষ ডুডল

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৯:১২

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস এবং ৫৩তম জাতীয় দিবস। এটি বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে গোটা জাতি। ব্যতিক্রম ঘটেনি গুগলের বেলায়ও। দিনটি উপলক্ষে বিশেষ এক ডুডল প্রকাশ করেছে এই টেক জায়ান্ট। ২০১৩ সালে প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিলো বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি।

শনিবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগলের হোমপেজে বিশেষ এই ডুডল প্রদর্শিত হচ্ছে। ডুডলটিতে বাংলাদেশের জাতীয় পতাকা উড়তে দেখা যাচ্ছে। উড়তে থাকা পতাকার পটভূমিতে রয়েছে নীল-সাদা আকাশ। সাথে ফুটছে লাল, সবুজ রঙের আতশবাজি। ডুডলে কার্সর রাখলে দেখাচ্ছে, ‘বাংলাদেশ ইনডিপেনডেন্টস ডে ২০২৩ ’।

বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল নামে পরিচিত। 

গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেও ডুডল প্রকাশ করে গুগল। এতে একজন নারী অন্য নারীকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন এমনই একটি আবহ তুলে ধরার চেষ্টা করা হয়। ডুডলটি তৈরি করেন ডুডল শিল্পী 'অ্যালিসা উইনান্স'। ২০০৫ সাল থেকে এই দিনে নারীর প্রতি সম্মান জানতে ডুডল প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।

ইত্তেফাক/আর