সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিমানের ই-মেইল সার্ভার হ্যাক

সামান্য ক্ষতি হয়েছে, হ্যাকাররা টাকা দাবি করেনি: বিমান প্রতিমন্ত্রী

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৭:১৩

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ই-মেইল সার্ভার হ্যাক হওয়ার পরে কর্তৃপক্ষের কাছে হ্যাকারদের ৫২ কোটি টাকা (৫০ লাখ ডলার) দাবির বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, সামান্য ক্ষতি হয়েছে। তেমন ক্ষতি করতে পারেনি। অ্যাটাক হয়েছে, এটাই একটা ক্ষতি। টাকা দাবি করার মতো তথ্য আমাদের কাছে নেই। তারা (হ্যাকার) তেমন কোনো তথ্যও নিতে পারেনি। তারা ফায়ার ওয়ালের মধ্যে ঢুকতে পারেনি।

রোববার (২৬ মার্চ) দুপুরে ‘মুজিবের বাংলাদেশ’ শীর্ষক একটি স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হ্যাকারদের কবল থেকে সাইট উদ্ধারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে- এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে যে ব্যবস্থা নেওয়া দরকার নেওয়া হয়েছে। জিডি করা হয়েছে, তদন্ত হচ্ছে।

বিমানের কোনো গাফিলতি ছিল কিনা- এ প্রশ্নের জবাবে মাহবুব আলী বলেন, গাফিলতি একেবারে নেই, তা বলা যাবে না। এ বিষয়ে তদন্ত হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসকে