মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সিলিকন ভ্যালির আমানত কিনবে ফার্স্ট সিটিজেনস 

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৪:৪৬

ফার্স্ট সিটিজেনস ব্যাংক ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন থেকে সিলিকন ভ্যালি ব্যাংকের সমস্ত আমানত ও ঋণ কিনবে বলে জানা গেছে। সোমবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।  

সরকারি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্ষেত্রে সিলিকন ভ্যালি ব্যাংকের আমানতকারীরা স্বয়ংক্রিয়ভাবে ফার্স্ট সিটিজেনস ব্যাংক অ্যান্ড ট্রাস্ট কোম্পানির আমানতদারী হয়ে যাবেন।

ফার্স্ট সিটিজেনস ব্যাংক 'ব্যাংকশেয়ারস ইনকর্পোরেটেড' এর একটি সহায়ক সংস্থা, যার সদর দফতর রালেতে অবস্থিত। রালে নর্থ ক্যারোলিনা ভিত্তিক একটি ঋণদাতা যার সম্পদ প্রায় ১০৯ মিলিয়ন ডলার এবং আমানতের পরিমাণ ৮৯ দশমিক ৪ বিলিয়ন ডলার।

ইত্তেফাক/ডিএস