রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের। মাত্র ২৬ বছরে বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী। ভারতের বারাণসীর কাছে সারনাথের একটি হোটেলের রুম থেকে উদ্ধার করা হয়েছে অভিনেত্রীর মরদেহ। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানিয়েছে, এরই মাঝে আকাঙ্ক্ষার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তার মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে একাধিক রহস্য।
প্রতিবেদন অনুসারে আত্মহত্যা করার কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি লাইভ করেছিলেন আকাঙ্ক্ষা। সেই লাইভেই কান্নায় ভেঙে পড়েন নায়িকা। যদিও আকাঙ্ক্ষা সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছেন তবে এরই মধ্যে ট্যুইটারে ভাইরাল হয়েছে তার কান্নার ভিডিওটি।
ভিডিওতে দেখা যাচ্ছে বিধ্বস্ত অবস্থায় রয়েছেন আকাঙ্ক্ষা, কাঁদতে দেখা যাচ্ছে তাকে। মুখে হাত চাপা দিয়ে রয়েছেন তিনি, তবে তার কোনো কথাই এই ভিডিওতে শোনা যাচ্ছে না। এই ইনস্টাগ্রাম লাইভের কয়েক ঘণ্টা পরেই উদ্ধার হয় আকাঙ্ক্ষার মরদেহ।
আকাঙ্ক্ষার মৃত্যুকে আপতত দৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। মৃত্যুর পর থেকেই ‘গায়েব’ তার প্রেমিক সমর সিং। এখন পর্যন্ত তার সঙ্গে ফোনে যোগাযোগ করেতে পারেনি পুলিশ।
ইত্তেফাক/পিএস/বিএএফ