র্যাবের বিশেষ অভিযানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারী প্রতিষ্ঠান নিকিম কোম্পানির পরিচালকের গাড়িচালক সম্রাট খান হত্যা মামলার আসামি আব্দুল মমিনকে গ্রেপ্তার করেছে র্যাব। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার মমিনকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, সম্রাট হত্যাকান্ডের ঘটনায় ঈশ্বরদী থানায় (২৫ মার্চ) রাতে হত্যা মামলা দায়ের হয়। মামলা হত্যাকান্ডের পর হতেই আসামি মমিন আত্মগোপনে চলে যায়। পলাতক আসামি মমিনকে গ্রেপ্তারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেনের দিক নির্দেশনায় সিরাজগঞ্জের অফিসার ফোর্স বিশেষ অভিযানে নামে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও র্যাব-৩ এর সহযোগীতায় (২৬ মার্চ) রাতে ঢাকার হাতিরঝিল থানাধীন বাংলা মোটর এলাকা হতে হত্যা মামলার পলাতক আসামি আব্দুল মমিন (৩২)কে গ্রেপ্তার করা হয়। মমিন ঈশ্বরদীর বাঁশেরবাদা মধ্যপাড়া গ্রামের বাহাদুর খাঁর ছেলে। র্যাব আরও জানায়, আটক আসামি আব্দুল মমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ধারণা করা হয় যে, পরকীয়া প্রেমের সম্পর্কের কারণে ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে। মমিনকে ঈশ্বরদী থানার মাধ্যমে আদালতে পাঠানো হচ্ছে বলে র্যাব জানিয়েছে।