শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সূর্যকে ছাপিয়ে লজ্জার রেকর্ড পাকিস্তানের শফিকের

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৪:১১

এইতো কিছু দিন আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজে পরপর তিন ম্যাচে গোল্ডেন ডাক মেরে লজ্জার এক রেকর্ড গড়েছিলেন ভারতের ব্যাটার সূর্যকুমার যাদব। তবে বেশি দিন এ রেকর্ড আর নিজের নামে রাখতে হলো না তাকে। এবার এ গোল্ডেন ডাকে সূর্যকেও ছাঁপিয়ে গিয়েছে পাকিস্তানি এক ব্যাটার।

কেবল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই নয়, সব ফরম্যাট মিলিয়ে টানা চার ম্যাচে গোল্ডেন ডাক পাওয়ার কীর্তি গড়েছেন পাকিস্তানি ব্যাটার আবদুল্লাহ শফিক। তার মাধ্যমেই ক্রিকেট ইতিহাস প্রথম বারের মতো এমন বিব্রতকর রেকর্ড দেখেছে। তবে শফিকের ক্যারিয়ারের শুরুতে এমনটি মনে হয়নি। জাতীয় দলে টি-টোয়েন্টির ফরম্যাটে অভিষেকটা ছিল তার দারুণ।  জিম্বাবুয়ের বিপক্ষে খেলা তার প্রথম ম্যাচেই শফিক ম্যাচ জেতানো ৪১ রানের ইনিংস খেলেন। তবে এরপরই যেন হারিয়ে যান শফিক। অভিষেকের পর এ ফরম্যাটে তিনি আরো চার ম্যাচ খেলল সেই প্রথম ম্যাচের রানেই থেকে গিয়েছে তিনি।  অর্থাৎ পরবর্তী চার ম্যাচেই টানা শূন্য রান করেছেন তিনি। আর এ নিয়ে লজ্জাজনক এক রেকর্ডের খাতায় শফিক নাম তুলেছেন। এর আগে ক্রিকেটের ইতিহাসে কোনো খেলোয়াড়ই এমন লজ্জার সম্মুখীন হননি। তবে জাতীয় দলের জার্সিতে রান না পেলেও সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো পারফরম করেছিলেন শফিক। সেখান থেকেই আফগানিস্তানের বিপক্ষের সিরিজে দলে যুক্ত হন এ ব্যাটার। তবে পিএসএলের সেই ফরম টেনে আনতে পারেনি জাতীয় দলে।

 

ইত্তেফাক/ইআ

এ সম্পর্কিত আরও পড়ুন