সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৪:৫০

শেষ ম্যাচে জিতে আফগানিস্তানের কাছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান। আফগানদের কাছে প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৬ ও ৭ উইকেটে হেরে হোয়াইটওয়াশের মুখে পড়ে পাকিস্তান। সোমবার (২৭ মার্চ) রাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ায় পাকিস্তান।

প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে কোন ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজ ২-১ ব্যবধানে জয়ের নজির গড়লো আফগানিস্তান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ২৮ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।

মিডল-অর্ডার ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সঙ্গে ওপেনার সাইম আইয়ুবের ৪৯ রানের ইনিংসে ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করে পাকিস্তান। ৪০ বল খেলে ৪ চার ও ২ ছক্কা মারেন আইয়ুব।

মিডল-অর্ডারে আব্দুল্লাহ শফিক ১৩ বলে ২৩, ইফতেখার আহমেদ ২৫ বলে ৩১ ও অধিনায়ক শাদাব খান ১৭ বলে ২৮ রান তুলেন। আফগানিস্তানের মুজিব-উর-রহমান নেন ২টি উইকেট।

১৮৩ রানের জবাবে পাকিস্তানের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি আফগানিস্তান ব্যাটাররা। বড় ইনিংস খেলতে পারেননি কেউই। সর্বোচ্চ ২১ রান করেন ১০ নম্বরে নামা আজতুল্লাহ ওমারজাই। এছাড়া ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১৮, মোহাম্মদ নবী ১৭ ও অধিনায়ক রশিদ খান ১৬ রান করেন। পাকিস্তানের ইহসানউল্লাহ ও শাদাব খান নেন ৩টি করে উইকেট।

ইত্তেফাক/এসএস