মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মেক্সিকোর মাইগ্রেশন অফিসে আগুনে, নিহত ৩৯ অভিবাসী 

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৮:২০

মেক্সিকোর একটি অভিবাসন কেন্দ্রে আগুন লেগে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। উত্তর সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসন কেন্দ্রে এই আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছে। চিহুয়াহুয়া রাজ্য মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর সিএনএন।

কর্তৃপক্ষ জানায়, ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে আগুন লাগে। শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে এই অগ্নিকাণ্ড ঘটে।অগ্নিকাণ্ডের কারণ বা নিহতদের জাতীয়তা কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

 

ইত্তেফাক/এফএস

এ সম্পর্কিত আরও পড়ুন