শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জন্মদিনে শাকিবকে বুবলীর ভিডিও বার্তা

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২০:১০

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।

বুবলী ছেলে শেহজাদ বীরের সঙ্গে শাকিবের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে। সঙ্গে ভালোবাসার একটি ইমোজিও দিয়েছেন তিনি। এই পোস্টের কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

এ বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ।’ সিনেমাটিতে এক সাথে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী। গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় সিনেমাটি।

১৯৭৯ সালের (২৮ মার্চ) জন্মগ্রহণ করেন শাকিব খান। তার আসল নাম মাসুদ রানা। জীবনের ৪৩ বসন্ত পেরিয়ে ৪৪ পা রেখেছেন তিনি। ‘অনন্ত ভালবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় ১৯৯৯ সালে।

ইত্তেফাক/বিএএফ