লিওনেল মেসি আর রেকর্ড, একে যেন অন্যের সমার্থক শব্দ হয়ে গেছে ফুটবলে। মাঠে নামা মানেই যেন কোনো না কোনো নতুন মাইলফলকে পৌঁছাবেন মেসি। কুরাসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেই আর্জেন্টিনার জার্সি গায়ে করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের নিজের ১০০তম গোল। শুধু গোলের সেঞ্চুরি নয়, এই ম্যাচে মেসি করেছেন ক্যারিয়ারের ৫৭তম হ্যাটট্রিকও।
ইরানের আলী দায়ই আর পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক গড়লেন এলএম টেন। কুরাসাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে বর্তমানে মেসির আন্তর্জাতিক গোলসংখ্যা ১০২টি।
মেসি মাঠে নামা মানেই যেন নতুন কনো রেকর্ড, পানামার বিপক্ষে আগের ম্যাচে গোল করে নিজের ক্যারিয়ারে ৮০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন মেসি। এবার কুরাসাওয়ের বিপক্ষে করলেন আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি।
মেসির রেকর্ডের রাতে কুরাসাওয়ের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেন মেসি। ম্যাচের ২০ মিনিটে দলের হয়ে গোল উৎসবের সূচনা করেন মেসি নিজেই। আর সেই গোলেই আর্জেন্টিনার জার্সি গায়ে ১০০তম গোলের মাইলফলকে পৌঁছান আর্জেন্টাইন মহানায়ক।
গোলের সেঞ্চুরি ছোঁয়ার পরও থামেননি মেসি, সংখ্যাটাকে বাড়িয়ে নিয়েছেন আরও একটু। ম্যাচের ৩৩ আর ৩৭ মিনিটে করেন আরও দুই গোল। তার হ্যাটট্রিকে প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বাকি দুই গোল করেন নিকোলাস গঞ্জালেস আর এনজো ফার্নান্দেজ। ম্যাচের দ্বিতীয়ার্ধে অ্যাঞ্জেল ডি মারিয়া আর গঞ্জালো মন্টিয়েল আরও দুই গোল করলে ৭-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।