সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ছেলেকে প্রকাশ্যে আনলেন মাহি

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১০:১৯

মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে পুত্র সন্তান জন্ম দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করে বিষয়টি জানিয়েছেন মাহি নিজেই।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'আলহামদুলিল্লাহ'। ছবিটি পোস্ট করার পর এখন পর্যন্ত ২৮ হাজার রিঅ্যাকশন পড়েছে। কমেন্ট বক্সে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। মা-ছেলের জন্য দোয়াও করেছেন অনেকে।

এদিকে একই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে ছেলের জন্য দোয়া চেয়েছেন মাহির স্বামী রকিব সরকার।

তিনি তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হয়েছি। মা ও ছেলে সুস্থ আছে। সবাই দোয়া করবেন।'

এই ছবির মাধ্যমে মাহির ছেলেকে দেখার সাধ মিটলেও নবজাতকের নাম জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে নেটিজেনদের।

এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এ চিত্রনায়িকা।

স্ট্যাটাসে মাহি লিখেছেন- 'সবাই আমাদের জন্য দোয়া করবেন।' তবে সে সময় কি কারণে দোয়া চেয়েছেন তা অবশ্য স্পষ্ট করেননি এই নায়িকা। সন্তান জন্মের পর সেই স্ট্যাটাসের কারণ খোলাসা হয়েছে সবার কাছে।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারকে বিয়ে করেন মাহি। গত বছরের আগস্টে মা হতে যাচ্ছেন বলে খবর জানিয়েছিলেন মাহি নিজেই।

এর আগে ২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। সেই বিয়ের পর পাঁচ বছরের সংসার ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।
 
সন্তানসম্ভবা হওয়ায় সিনেমা থেকে দূরে আছেন মাহি। তবে থেমে নেই তার রাজনৈতিক মাঠপর্যায়ের কর্মকাণ্ড। সম্প্রতি হজ করে বিমানবন্দরে নেমেই ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেপ্তার হন তিনি। কারাবন্দির দুই ঘণ্টা পর মুক্তি পান এই আলোচিত-সমালোচিত অভিনেত্রী।

ইত্তেফাক/আর