শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাহির মা হওয়া নিয়ে যা বললেন পরীমণি

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১১:০২

মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে পুত্র সন্তান জন্ম দেন তিনি।

মাহিয়া মাহি মা হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী পরীমণি।

মাহিকে ট্যাগ করে সেই পোস্টে তিনি লেখেন, ‘শুভেচ্ছা, পোলার মা’।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করে বিষয়টি জানিয়েছেন মাহি নিজেই। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ'। 

ছবিটি পোস্ট করার পর এখন পর্যন্ত ২৮ হাজার রিঅ্যাকশন পড়েছে। কমেন্ট বক্সে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। মা-ছেলের জন্য দোয়াও করেছেন অনেকে।

ইত্তেফাক/কেকে