বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পতাকা ছাড়া অলিম্পিকে রাশিয়ার অ্যাথলেটরা

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৪:৫১

ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়া আর বেলারুশকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের যেকোনো আসর থেকেই বহিষ্কৃত অবস্থায় রাখা হয়েছে। তবে এবার এই দুই দেশের অ্যাথলেটদের জন্য কপাল খুলতে চলেছে। আগামী ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে যোগ দিতে পারবেন রাশিয়া এবং বেলারুশের অ্যাথলেটরা। তবে শর্ত একটা, তারা নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না। ব্যক্তিগত পরিচয়েই তাদের অলিম্পিকে অংশ নিতে হবে। রাশিয়া বা বেলারুশ বাদে নিরপেক্ষ কোনো সংস্থার বা গোষ্ঠীর পতাকা তারা ব্যবহার করতে পারে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু করার পর বিশ্বের বিভিন্ন দেশে তা নিয়ে ক্ষোভ তৈরি হয়ে। এদিকে ইউক্রেনে হামালায় রাশিয়াকে সমর্থন করছে বেলারুশ। দুই দেশের উপরেই একাধিক নিষেধাজ্ঞা জারি হয়েছে অন্যান্য অনেক দেশ আর আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে এই দুই দেশকে অলিম্পিকে যোগ দিতে হওয়া হবে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। 

একাংশের বক্তব্য, এই দুই দেশকে পরবর্তী অলিম্পিক থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। কিন্তু অন্য অংশের বক্তব্য, অলিম্পিক একটি ক্রীড়া প্রতিযোগিতা। সেখানে এভাবে রাজনীতি ঢোকানো ঠিক নয়। 

সোমবার (২৭ মার্চ) এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে (আইওসি)। সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে, এই দুই দেশের অ্যাথলেটরা ব্যক্তিগতভাবে প্রতিযোগিতায় যোগ দিতে পারবে। 

আরও জানানো হয়, রাশিয়া এবং বেলারুশের কোনো সরকারি কর্মকর্তা অলিম্পিকে যোগ দিতে পারবেন না। এই দুই দেশের পতাকাও ব্যবহার করা যাবে না প্রতিযোগিতায়। 

কোনো কোনো খেলার ক্ষেত্রে এখনো প্রশ্ন থেকে গেছে। টেনিস, হকি, ফুটবলের মতো প্রতিযোগিতায় কীভাবে খেলোয়াড়রা অংশ নেবেন, তা এখনো স্পষ্ট নয়। এ সকল বিষয়ে আইওসি পরে তাদের মতামত জানাবে।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন