ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমানকে পদোন্নতি দিয়ে ভূমি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
খলিলুর রহমান ২০২১ সালের ৭ নভেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। তিনি মো. মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। ২৩ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খান অবসরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন মোস্তাফিজুর রহমান।