সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জোভান-পরশীর ‘ভালবাসার তিন দিন’-এ মুগ্ধ দর্শক

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২০:০৩

সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা মহিদুল মহিম নির্মিত নাটক ‘ভালবাসার তিন দিন’। নাটকটিতে অভিনয় করেছেন অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও পরশী। নাটকটি প্রচারে আসার পর থেকেই সর্ব মহলে একের পর এক দর্শকদের মুগ্ধ করে চলেছে নাটকটি।

সম্পূর্ণ রোমান্টিক ধাঁচের এই নাটকটির গল্প, নির্মাণ শৈলী, অভিনয়, মিউজিক, গান, লোকেশন সব কিছুই যেন দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে। ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটি নিয়ে চলছে ব্যাপক ইতিবাচক আলোচনা ও প্রশংসা। এরই মধ্যে মাত্র ১১ দিনে ৫০ লক্ষেরও বেশি দর্শক নাটকটি ইউটিউবে দেখে ফেলেছেন।

ফারহান আহমেদ জোভান ও পরশী

নাটকটি নিয়ে জোভান বলেন, ‘যখন কোন ভালো কাজে দর্শকদের দারুন সাড়া পাই তখন আমাদেরও ভালো লাগে। ‘ভালোবাসার তিন দিন’ নাটকের এই ব্যাপক সাফল্য সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসার জন্যই। তাই সকল দর্শকদের প্রতি জানাই ধন্যবাদ ও পুরো টিমকে জানাই অভিনন্দন।’

নাটকটি নিয়ে অভিনেত্রী পরশী বলেন ‘ভালবাসার তিন দিন’ নাটকের সফলতা আমার ভাবনাকে ছাড়িয়ে গেছে। নাটকটি নিয়ে দর্শকদের কাছ থেকে এতো এতো ভালোবাসা পাচ্ছি যে সকল দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন