চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ভারতে বিশ্বকাপ হলেও পাকিস্তান তাদের ম্যাচগুলো বাংলাদেশে খেলতে পারে। মূলত দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে ভারতে খেলতে চায় না পাকিস্তান। আর তাই নিরপেক্ষ ভেন্যু হিসেবে পাকিস্তানের ম্যাচগুলো বাংলাদেশে আয়োজনের কথা আলোচনা চলছে আইসিসিতে।
বিশ্বকাপের আগে পাকিস্তানের মাটিতেই হতে পারে আসন্ন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তবে পাকিস্তানে খেলতে চায় না ভারত। এশিয়া কাপে ভারত তাদের ম্যাচগুলো খেলতে চায় নিরপেক্ষ কোন ভেন্যুতে। ভারতের মতো পাকিস্তানও এবার এমন দাবি করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান নির্বাহী ওয়াসিম বলেন, 'আমার মনে হয় না যে ভারতে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ খেলবে পাকিস্তান। আমার ধারণা, পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে। যেমনটা এশিয়া কাপে ভারতের ক্ষেত্রে হবে।'
সূত্র: ক্রিকইনফো