রংপুরে মাদক নিরাময় কেন্দ্র থেকে মেহেদী হাসান (২৫) নামের এক রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) দুপুরে নগরীর স্নেহা মাদক নিরাময় কেন্দ্র থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মেহেদী হাসান রংপুর নগরীর মুসলিমপাড়া এলাকার মশিউর রহমানের ছেলে।
জানা যায়, নিহত মেহেদীকে চিকিৎসার জন্য নগরীর স্নেহা মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। মঙ্গলবার তার পরিবারের লোকজন মেহেদীর সঙ্গে দেখা করে। বুধবার সকালে পরিবারকে সংবাদ দেওয়া হয় মেহেদী মারা গেছে। পরে স্বজনরা সেখানে গেলে কেন্দ্রের লোকজন জানায় মেহেদী আত্মহত্যা করেছে।
নিহতের স্বজনদের দাবি, মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
রংপুর কোতয়ালী থানার উপপরিদর্শক মিঠু আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর কোতয়ালী থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর আসল কারণ বলা যাচ্ছে না।