শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফাতিকে বার্সাতে রাখতে চান না তার বাবা 

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২২:০১

আনসু ফাতির বাবা বোরি ফাতি বুধবার (২৯ মার্চ) বলেছেন বার্সেলোনা তার ছেলের সঙ্গে যে আচরণ করছে তাতে তিনি বিরক্ত এবং ক্লাবটি থেকে তিনি ছেলেকে সরিয়ে নিতে চান।যদিও ক্লাবের যুব দল থেকে উঠে আসা ২০ বছর বয়সি ফাতি কাতালান জায়ান্টদের সঙ্গে থেকে ক্লাবটির সফলতার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে চান। ইতোমধ্যে দর্শকরাও তার ভক্ত হয়ে উঠেছে। 

আনসু ফাতি।

স্প্যানিশ রেডিওকে বোরি ফাতি বলেন, ‘প্রতি মুহূর্তে তারা আমার ছেলের সঙ্গে যে আচরণ করছে তাতে আমি বিরক্ত। আমি এটি বলছিনা, যে কোন পরিস্থিতিতেই আমার ছেলেকে একাদশে রাখতে হবে। কারণ সেখানে সব স্ট্রাইকররাই দুর্দান্ত ও অভিজাত। তবে আমরা আনসু ফাতির কথা বলছি। আমরা সেই খেলোয়াড়ের কথা বলছি, যিনি লা মাসিয়া থেকে উঠে এসেছে এবং বার্সেলোনার হয়ে ১০ নম্বর জার্সি পড়ে খেলা স্পেনের আন্তর্জাতিক তারকা।’ 

মাত্র ১৬ বছর বয়সে ২০১৯ সালে বার্সেলোনায় অভিষিক্ত হয়েই নিজের দক্ষতা প্রদর্শনে সক্ষম হন আনসু ফাতি। তবে হাঁটুর ইনজুরির কারণে ২০২০ সালে দীর্ঘ সময় সাইডলাইনে কাটাতে হয় তাকে। বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমালে ২০২১ সালে ১০ নম্বর জার্সি গায়ে চড়ান ফাতি। তবে পুরো ফিট থাকার পরও কোচ জাভি হার্নান্দেজের অধীনে দীর্ঘ সময় ধরে খেলার সুযোগ পাচ্ছেন না ফাতি। চলতি মৌসুমে মাত্র ৯ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন আনসু ফাতি। 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন