শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অলিম্পিক গেমস নারী ফুটবল বাছাইয়ে খেলবে না বাংলাদেশ

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৪:০৮

আগামী ২০২৪ সালের জুলাই-আগষ্টে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। সেখানে অন্যান্য খেলার মধ্যে নারী ফুটবলও অনুষ্ঠিত হবে। তার আগে দলগুলোকে কয়েক ধাপে বাছাই করা হবে। বাংলাদেশসহ তিন দেশ ১ নম্বর রাউন্ডের ‘বি’ গ্রুপের বাছাইয়ে রয়েছে। কিন্তু এই বাছাইয়ে খেলবে না সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল।

আর্থিক সংকটের কারণ দেখিয়ে বাছাইয়ে খেলবে না বাংলাদেশ। গতকাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ভিডিও বার্তায় জানিয়েছেন না খেলার বিষয়টি। সরাসরি সংবাদ মাধ্যমকে না বলে তিনি ভিডিও বার্তায় এই খবর পাঠিয়েছেন। সংবাদ মাধ্যমের ধারণা সাধারণ সম্পাদক এই ইস্যুতে নানা প্রশ্নের মুখোমুখি হবে বলেই নাকি নিজেকে এড়িয়ে গেছেন। দূর থেকে একটা ভিডিও বার্তা পাঠিয়ে আর কারো ফোনও ধরেননি। ফোনে পাওয়া যায়নি তাকে।

ভিডিও বার্তায় সোহাগ জানিয়েছেন অলিম্পিক বাছাইয়ের জন্য বাংলদেশ প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু মিয়ানমারে যাওয়া-আসা বিমান ভাড়া, ইন্সুরেন্স ফি, সেখানে থাকা খাওয়া, ট্রান্সপোর্টসহ অন্যান্য প্রয়োজনীয় অর্থ সংকুলান না হওয়ায় বাংলাদেশ মহিলা ফুটবল দল মিয়ানমার যাবে না। 

সোহাগ বলেন,‘আমরা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে অর্থিক বরাদ্দ চাই। আমরা জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বুঝতে পারি কোনো পজিটিভ ফিডব্যাক পাচ্ছিলাম না। বাফুফে মিয়ানমারে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

আগামী ৫ থেকে ১১ এপ্রিল বাছাইপর্বের খেলা হবে মিয়ানমারে। যেখানে বাংলাদেশ, ইরান ও মালদ্বীপ খেলবে। সোহাগ বলেন, ‘এশিয়ান গেমস বাছাই বাংলাদেশের গ্রুপের খেলা আয়োজন করতে চেয়েছিল। কিন্তু এটা দেওয়া হয়েছে মিয়ানমারকে।’

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন